লকডাউনের লক-আপ মোছাঃ নাসিমা খাতুন সহকারী পরিচালক HSTTI, রাজশাহী ০৮/০৫/২০২১ করোনার থাবায় জীবন জীবকার দ্বন্দ্ব পড়ে গোটা পৃথিবীটা টাল মাতাল। বাংলাদেশ যেন বেশি টলছে। টলে একবার এদিকে হেলে যাচ্ছে আবার ওদিকে হেলে যাচ্ছে। পুর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব দিকেই হেলেদুলে দোল খাচ্ছে। কেউ হালছে জীবিকার খোঁজে, কেউ হালছে পুঁজির খোঁজে। উচ্চবিত্ত আর নিম্নবিত্ত এই দুই দলই হেলেদুলে বেশি একাকার। এই দুই দলই দুলছে জীবন-জীবিকা আর পুঁজির নাগরদোলায়। মধ্যবিত্ত শ্রেণি মধ্যাকর্ষণ শক্তির টানে কিছুটা আটকা পড়ে আছে ঘরের ভেতরে। তাল সামলানোর চেষ্টা করছে। 'বাকি সব কিছু উড়ে গেলেও পারফিউমটা রয়ে গেছে'র মতো করে। বাকি সব কিছু চলে গেলেও ধৈর্য্যটা রয়ে গেছে। আর এ সবরকিছু মধ্যে সমগ্র জাতি দুলছে জীবন- মরণের অনিশ্চয়তার দোলনায়। এই জীবনমরণের চক্র থেকে দেশের জনগণকে বাঁচানোর জন্য সরকার দফায় দফায় লকডাউন দিচ্ছে। লকডাউন এই মূহুর্তে করোনা থেকে মানুষকে আক্রান্ত আর মৃত্যুর হাত থেকে বাঁচানোর একটি শক্তিশালী কৌশল। কিন্তু সেই কৌশলে বাঁধ সাধছে উচ্চবিত্ত আর নিম্নবিত্তরা। যাদের অনেক আছে, তাদের জীবনের চিন্তা নয়, জী...
Posts
Showing posts from September, 2021